ইস্তফা দিলাম

          &&& ইস্তফা দিলাম &&&
আজ না হয় ইস্তফা দিলাম  !!
এখানে আমার পাড়ায় মৃত্যু খেলা করে
পারি দেয় রাত দুটোর ঘড়ি।
এখানে মৃত্যু আনাচে কানাচে ঘোরে
বাসা বাঁধে তোমার আলগা নীল চুলে ।

এখানে মৃত্যু ছেড়া অভিধানের মলাট পাতা ,
শুকনো কালের তোমার ঠোটে জমা সাদা ।
এখানে মৃত্যু নারীবক্ষের একরোখা উর্ধমুখী রোমরাজি ,
কোরান হাতে ঊষার প্রাতে নামাজ পড়া শরিফ কাজী ।।

এখানে মৃত্যু ঝোপে খেলা নেংটি ইঁদুর,
গরম দিনের জিভ বের করা হাঁপানি কুকুর।
এখানে মৃত্যু কসাই এর হাতের হাজা ,
ঘরে দুয়ারে সংসারে অহরহ শুধু বাঁচা ।।

তাই তো তোমায় ইস্তফা দিলাম ,
ইস্তফা দেওয়া তো খুব সহজ !
এবং ইস্তফা দেওয়া তো খুব সহজ ।।

Comments

Post a Comment