বিসর্জন

& &   বিসর্জন & &
ডুবে গেল আজ প্রতিমা ঘোলা জলে !
বাদামি ঘোলাটে জলে তার সব অভিলাষ,
ফেলে আসা চৌকাঠে এখনো সাজানো
                      কচি কলাপাতার দারোয়ানগিরি।
যৌবন যৌলুশ হারিয়ে -
                     ঘাঁড় গুঁজে, আজ সে এক মূর্ছতায়।

হিম্মতের উচ্চস্বরে পাওয়া হল তার শ্রেষ্ঠ আবাসন,
   গেছে তারে বিদায় জানাতে -
              মিষ্টি মুখে মিষ্টি দুঃখে কেবলি উদাস।।

এখনো মুছেনি, হোমের বালির উপর হাতের ছাপ !

আলোটা এখনো জলন্ত,  হারিয়ে তার জৌলুস
একাদশীর বিদায়ে কেমন একটা দুঃখ দুঃখ সুখ।
পায়ের ছাপ,  কয়েকটা নোংরা মাখা জুতো,
কেমন যেন ভুলে গেছি ভুলে গেছি   - -
          কেবল হৈমবতী-আনন ভুলে যাবার ছুতো।।।

Comments

Post a Comment

Popular posts from this blog

স্মৃতি