Posts

স্মৃতি

                        স্মৃতি স্মৃতি আজ আমার বই এর তাকের ধুলো প্রচ্ছদের ওপরে অশ্রু ঝরে,,           সাক্ষী আজ আমার নাইট বাল্বের আলো ।। আমার ছাদে জমিয়েছি জল ,, তোমাদের পায়ে তা করে টলমল না গো না দেবো না ভাগ আমার মমতাজ আকাশে আজ শুধু চমকায় চকিত বাজ ।। মন যখন ক্লান্ত নীরব শহরের ব্যাস্ততায় সবাই সেকেন্ড এর কাটার মতন ছোটে আমি বোসে থাকি একা দুয়ারে আমার নর্দমায় মুখোমুখি তখন শুধুই দুর্গন্ধ উঠে।। শহর তখন ব্যস্ত খুব আরতি সেরে লাগে ঘরে ফেরার ধুম , ওগো,   তখন তুমি কোন বাগানে আমার দুঃখ,,,, হয়      সন্ধ্যা  নীল কুমকুম।।। তুমি দিও তার ঘরে প্রদীপ ,                    জলুক আমার শহরে নিয়ন            তুমি তখন ঝড়ের মতন কালবৈশাখীর বড়ো বড়ো ফোঁটা তারাই আমার মনখারাপের পিয়ন ।।।।                                                      মনসা  ।।।।

ইস্তফা দিলাম

          &&& ইস্তফা দিলাম &&& আজ না হয় ইস্তফা দিলাম  !! এখানে আমার পাড়ায় মৃত্যু খেলা করে পারি দেয় রাত দুটোর ঘড়ি। এখানে মৃত্যু আনাচে কানাচে ঘোরে বাসা বাঁধে তোমার আলগা নীল চুলে । এখানে মৃত্যু ছেড়া অভিধানের মলাট পাতা , শুকনো কালের তোমার ঠোটে জমা সাদা । এখানে মৃত্যু নারীবক্ষের একরোখা উর্ধমুখী রোমরাজি , কোরান হাতে ঊষার প্রাতে নামাজ পড়া শরিফ কাজী ।। এখানে মৃত্যু ঝোপে খেলা নেংটি ইঁদুর, গরম দিনের জিভ বের করা হাঁপানি কুকুর। এখানে মৃত্যু কসাই এর হাতের হাজা , ঘরে দুয়ারে সংসারে অহরহ শুধু বাঁচা ।। তাই তো তোমায় ইস্তফা দিলাম , ইস্তফা দেওয়া তো খুব সহজ ! এবং ইস্তফা দেওয়া তো খুব সহজ ।।

বিসর্জন

& &   বিসর্জন & & ডুবে গেল আজ প্রতিমা ঘোলা জলে ! বাদামি ঘোলাটে জলে তার সব অভিলাষ, ফেলে আসা চৌকাঠে এখনো সাজানো                       কচি কলাপাতার দারোয়ানগিরি। যৌবন যৌলুশ হারিয়ে -                      ঘাঁড় গুঁজে, আজ সে এক মূর্ছতায়। হিম্মতের উচ্চস্বরে পাওয়া হল তার শ্রেষ্ঠ আবাসন,    গেছে তারে বিদায় জানাতে -               মিষ্টি মুখে মিষ্টি দুঃখে কেবলি উদাস।। এখনো মুছেনি, হোমের বালির উপর হাতের ছাপ ! আলোটা এখনো জলন্ত,  হারিয়ে তার জৌলুস একাদশীর বিদায়ে কেমন একটা দুঃখ দুঃখ সুখ। পায়ের ছাপ,  কয়েকটা নোংরা মাখা জুতো, কেমন যেন ভুলে গেছি ভুলে গেছি   - -           কেবল হৈমবতী-আনন ভুলে যাবার ছুতো।।।
মনসা পানি